শিলিগুড়ি, ১৩ ডিসেম্বরঃ পাহাড়ে সিন্ডিকেট রাজত্ব! কার্যত দাদাগিরি ট্যাক্স ছাড়া গাড়ি চালানো দুষ্কর হয়ে পড়ছে সমতলের গাড়ি চালকদের।বুধবার এমনই অভিযোগ তুলে শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠক করলেন শিলিগুড়ি টুরিস্ট ক্যাব ট্রান্সপোর্টার্স সংগঠনের সদস্যরা।
এদিন সংগঠনের তরফে দেবাশীষ মৈত্র বলেন, আমাদের অল বেঙ্গল ট্যাক্স দেওয়া পারমিট রয়েছে।তবে পাহাড়ে বহু পুরনো নিয়ম রয়েছে যেখানে গাড়ি নম্বর WB76 ছাড়া সাইট সিন করানো যাবে না।সেই মোতাবিক আমরা WB76 নম্বর নিয়ে ব্যবসায় নেমেছি।তবে সমতল থেকে যে সমস্ত WB76 নম্বরের গাড়ি যাচ্ছে তাদের পাহাড়ে সাইট সিন করতে দেওয়া হচ্ছে না।কার্যত পাহাড়ে দাদাগিরি ট্যাক্স চাওয়া হচ্ছে।সেক্ষেত্রে টাকা না দিলে গাড়িতে ভাঙচুর সহ বিভিন্ন ঘটনা ঘটছে।মূলত দার্জিলিং এবং কালিম্পঙয়ে এই ঘটনা ঘটছে।বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসন এবং উচ্চপদস্থ আধিকারিকদের জানানো হলেও কোনোরকম সুরাহা হয়নি।অতিদ্রুত এই সমস্যার সমাধান না হলে আমরা রাস্তায় নামবো।