শিলিগুড়ি, ১০ ফেব্রুয়ারিঃ পাহাড়ে জমির পাট্টা পাবেন বাসিন্দারা।কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন জিটিএ চিফ এগজিকিউটিভ অনীত থাপা। পাহাড়ের বিভিন্ন বিষয়ে আলোচনার মধ্যেই জমির পাট্টা সংক্রান্ত আলোচনাও ছিল। এরপরই রাজ্য সরকারের তরফে পাহাড়ে পাট্টা দেওয়ার কথা জানানো হয়েছে।
শুক্রবার কলকাতা থেকে ফিরলেন অনীত থাপা। শিলিগুড়ির এনজেপি স্টেশনে নামেন তিনি। সেখানেই জানান, বহু বছর ধরে পাট্টা নিয়ে সমস্যা ছিল পাহাড়ে৷ ৮০ শতাংশ মানুষের কাছে জমির কোনও কাগজ নেই৷এবার তাঁদের পাট্টা দেওয়া হবে। এটা পাহাড়বাসীর কাছে বড় পাওনা। শুক্রবার থেকেই চা বাগানগুলিতে সার্ভের কাজ শুরু হয়ে যাবে৷ কিছুদিনের মধ্যেই পাট্টাও পেয়ে যাবে লোকজন৷
পাশাপাশি পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়ে অনীত থাপাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান কী সেটা যারা বলেন তাদেরও জানা নেই তা কী৷ আমার কাছে পড়াশোনা, পানীয় জল, স্বাস্থ্য, রাস্তা এসব ঠিক হওয়া সমাধান।