পাহাড়ে নতুন দলের আত্মপ্রকাশ! অজয় এডওয়ার্ডের নেতৃত্বে ‘ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্ট’ এর সফর শুরু

দার্জিলিং, ২২ ডিসেম্বরঃ পাল্টে গেল পাহাড়ের রাজনীতি।এবারে দার্জিলিংয়ে তৈরি হল নতুন রাজনৈতিক দল।পাহাড়ে নতুন দলের আত্মপ্রকাশে সরগরম রাজনৈতিক মহল।নতুন দলের নাম ‘ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্ট’।


রবিবার দার্জিলিঙের জিমখানা ক্লাবে নতুন দলের আত্মপ্রকাশ করলেন অজয় এডওয়ার্ড।শনিবারই হামরো পার্টি ভেঙে দেন প্রতিষ্ঠাতা অজয় এডওয়ার্ড।এরপর ইণ্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্টের হাত ধরে আজ থেকে শুরু হল নতুন সফর।এরফলে ২৬-এর ভোটের আগে পাহাড়ে হামরো পার্টির আর কোনও অস্তিত্ব রইলো না।

এদিন অজয় এডওয়ার্ড এর নতুন দলে গোর্খা জনমুক্তি মোর্চা, জিএনএলএফ, তৃণমূল সহ অনান্য দলের একাধিক নেতানেত্রীরা যোগ দেন।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *