শিলিগুড়ি,২২ ফেব্রুয়ারিঃ শেরপা কালচারাল ডেভেলপমেন্ট বোর্ডের পঞ্চম বর্ষ পুর্তি উপলক্ষে পাহাড়ে নানান অনুষ্ঠানের আয়োজন।পাশাপাশি লোশার উৎসবে মাতলো পাহাড়বাসী।
দার্জিলিংয়ের চৌরাস্তায় আয়োজিত এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিনয় তামাং, দার্জিলিং জেলা শাসক দীপাপ প্রিয়া পি, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এর প্রিন্সিপাল সেক্রেটারি এস কে থাড়ে সহ অন্যান্য বোর্ডের চেয়ারম্যানেরা।প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মোর্চা নেতা বিনয় তামাং।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোর্চা নেতা বিনয় তামাং বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় পাহাড়ে সমস্ত জনজাতির উন্নয়নের লক্ষে ১৪টি বোর্ড গঠন করা হয়েছিল।আজ শনিবার শেরপা বোর্ডের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দিনভর নানান উৎসবের আয়োজন করা হয়েছে।এছাড়াও এই সম্প্রদায়ের মধ্যে সব থেকে মূল উৎসব লোশার উৎসব।যা ঘিরে অনুষ্ঠানের আমেজে রয়েছে পাহাড়বাসী।