রাজগঞ্জ, ১১ জুন: পাহাড়ের বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে রাজগঞ্জের তিস্তার চরের বাদাম চাষিরা।নদীর জলে বেড়ে যাওয়ায় নষ্ট শতাধিক বিঘা জমির বাদাম।
প্রতিবছরের মত এবারও এলাকার কৃষকরা রাজগঞ্জের তিস্তা নদীর চরে প্রচুর বাদাম চাষ করেছেন।কয়েকদিন আগে বৃষ্টিপাতের ফলে তিস্তা নদীর জল বেড়ে যায়।গজলডোবা ব্যারেজে জলের চাপ কমাতে জল ছেড়ে দেওয়ায় নদীর চরে থাকা কয়েক বিঘা জমির বাদাম নষ্ট হয়ে যায় বলে জানিয়েছেন চাষিরা।
স্থানীয় কৃষকরা বলেন, এখন জমি থেকে বাদাম তোলার সময়।তাই জমি থেকে বাদাম তোলার কাজ চলছিল।কিন্তু হঠাৎ নদীর জল বেড়ে যাওয়ায় চরে থাকা সমস্ত বাদাম ডুবে যাওয়ার পাশাপাশি বালিতে চাপা পড়ে যায়।এছাড়া জমিতে তুলে রাখা বাদাম নদীর জলে ভেসে গিয়েছে।এলাকার কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে।ফলে মহাজনের ঋণ কিভাবে শোধ করবেন এবং সংসার কিভাবে চলবে তা ভেবে দিশেহারাহয়ে পড়েছেন তারা।যে কারণে এই পরিস্থিতিতে তারা সরকারি সাহায্য চাইছেন।