ভিনরাজ্য থেকে আসা পাহাড়ের যাত্রীদের স্বাগত জানাতে এনজেপিতে জিটিএ চেয়ারম্যান

শিলিগুড়ি,২৬ মেঃ ভিনরাজ্য থেকে আসা পাহাড়ের যাত্রীদের স্বাগত জানাতে এনজেপিতে জিটিএ চেয়ারম্যান অনিত থাপা।


লকডাউনে রাজ্যের বিভিন্ন জায়গায় আটকে রয়েছে এই রাজ্যের মানুষেরা।যদিও সরকারের সহযোগিতায় তাদের সকলকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। মঙ্গলবার সকালে শ্রমিক স্পেশাল ট্রেনে এনজেপি তে এসে পৌছায় পাহাড়ের বেশকিছু মানুষ। তাদের স্বাগত জানাতে জিটিএ চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

তিনি জানান, তাদের নিয়ে যাওয়া হবে পাহাড়ে এবং সেখানেই তাদের স্বাস্থ্যপরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হবে যে কাকে কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হবে এবং কাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হবে।


অন্যদিকে যেসকল যাত্রীরা আজ এনজেপি স্টেশনে এসে পৌছায় তারা জানান যে প্রথমত ট্রেন প্রচুর লেট ছিল। ট্রেনে জল ও খাবারের সঠিক ব্যবস্থা ছিল না। এছাড়াও বিহারে ট্রেন পৌছতেই কে বা কারা ট্রেনে ঢিল মারতে শুরু করে। বিভিন্ন অসুবিধার মধ্যে দিয়ে আজ সকালে তারা এনজেপি স্টেশনে এসে পৌছায়। এরপর জিটিএ এর সহযোগীতায় তারা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেয়। তবে এতদিন পরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে তারা সকলেই খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *