জলপাইগুড়ি, ১৫ ডিসেম্বরঃ ‘পাহাড়ের মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। তারা বিজেপির নাটক বুঝতে পেরেছে’। জলপাইগুড়িতে কর্মীসভা থেকে বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিছুদিন আগে বিমল গুরুং বিজেপি সঙ্গ ছেড়ে আগামী নির্বাচনে তৃণমূলকে সমর্থন করার ঘোষণা করেন। শিলিগুড়িতে জনসভা থেকেও বিজেপির প্রতি ক্ষোভ উগরে দেন গুরুং৷ পাহাড়ের জন্য বিজেপি কিছু করেনি বলেই অভিযোগ করেন।
মঙ্গলবার কর্মীসভা থেকে মুখ্যমন্ত্রী পাহাড় প্রসঙ্গে বলেন, ‘যখনই নির্বাচন আসে তখনই বিজেপি গোর্খাল্যান্ড দেয়। এখন অবধি কতো গোর্খাল্যান্ড দিয়েছে? পাহাড়ের মানুষকে আমি ধন্যবাদ জানাচ্ছি তারা বিজেপির নাটক ও বিজেপির মিথ্যে বলার কুৎসা বুঝতে পেরেছে।পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান করতে পারলে আমরাই পারবো, ওরা পারবে না’।তিনি আরও বলেন দার্জিলিং, তরাই ও ডুয়ার্সে মারপিট লাগানো হচ্ছে। এসব হবেনা। দার্জিলিং, তরাই, ডুয়ার্স ভালো থাকবে।