পাহাড়ের তিনটি আসনে প্রার্থী ঘোষণা করল বিনয়পন্থী গোর্খা জনমুক্তি মোর্চা।জানা গিয়েছে, দার্জিলিং,কার্শিয়াং ও কালিম্পঙের আসনে বিনয় তামাং গোষ্ঠীর প্রার্থীদের নাম ঘোষণা করেছে গোর্খা জনমুক্তি মোর্চা।দার্জিলিং বিধানসভায় কেশবরাজ পোখরেল,কার্শিয়াঙে ছিরিং দাহল ও কালিম্পঙে রুদেন লেপচা লড়বেন।
সূত্রের খবর, আগামী ২৪ মার্চ এই তিন প্রার্থী নিজ-নিজ বিধানসভা এলাকায় মনোনয়ন পত্র জমা দেবেন।আজ মংপু’তে একটি জনসভা করে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিনয় তামাং।পাশাপাশি ইস্তাহার প্রকাশ করেন তিনি।ইস্তাহারে ৫২টি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।