শিলিগুড়ি, ১৩ ডিসেম্বরঃ ‘বিধানসভা নির্বাচনের আগেই সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে’- সুকনার জনসভা থেকে কেন্দ্র সরকারকে হুঁশিয়ারি দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিনয় তামাং।
এদিনের সভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিনয় তামাং বলেন, বিধানসভা নির্বাচানের আগে তাদের সাংবিধানিক ন্যায়ের দাবী পূরণ না হলে তারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন।পাহাড়ে সাংবিধানিক স্বীকৃতি দিতে ভারত-ভুটান সন্ধি(১৯৪৯)এবং ইন্দো-নেপাল(১৯৫০)সন্ধি রদ করার দাবী জানান তিনি।পাশাপাশি সমস্যা সমাধানের জন্য দ্বিপাক্ষিক ও ত্রিপাক্ষিক বৈঠকের দাবীও জানান।
তিনি আরও বলেন, ডুয়ার্স এবং পাহাড়কে সাংবিধানিক স্বীকৃতি দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠাবেন।
বিমল গুরুংকে জবাব দিতে শিলিগুড়ি সংলগ্ন সুকনায় জনসভার আয়োজন করেন বিনয় তামাং।এদিনের সভায় অনিত থাপা ও গোর্খা জনমুক্তি মোর্চার নেতারা উপস্থিত ছিলেন।জনসভায় বিনয়পন্থী সমর্থকদের ভিড় দেখা যায়।