রাজগঞ্জ, ১৯ জানুয়ারিঃ পাকা ড্রেন তৈরির শিলান্যাস করলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন।
রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের মাদক পাড়া থেকে সোনার বাড়ি পর্যন্ত এই পাকা ড্রেন তৈরি করা হবে।জলপাইগুড়ি জেলা পরিষদের অর্থ্যানুকুলে প্রায় ১৭ লক্ষ টাকা ব্যয়ে পাকা ড্রেন তৈরি করা হচ্ছে।
এই বিষয়ে জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন বলেন, এলাকাবাসী দীর্ঘদিনের জল নিকাশির জন্য ড্রেনের দাবী ছিল।আজ এই কাজ শুরু করা হল।
এদিনের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, শিকারপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অমলেন্দু ভৌমিক সহ অন্যান্যরা।