রাজগঞ্জ, ৬ ফেব্রুয়ারিঃ রাজগঞ্জের পুটিমারি থেকে ভালবাসা মোড় পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার পাকা রাস্তা সংস্কারের শিলান্যাস করলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন।
রবিবার পুটিমারিতে একটি অনুষ্ঠানের মাধ্যমে শিলান্যাস করা হয়।জলপাইগুড়ি জেলা পরিষদের তত্ত্বাবধানে বাংলা সড়ক যোজনা প্রকল্পের মাধ্যমে ৬৮ লক্ষ ৮৪ হাজার টাকা ব্যয়ে রাস্তাটি সংস্কার করা হবে।
এই বিষয়ে সভাধিপতি উত্তরা বর্মন বলেন, বেশকয়েকটি গ্রামের মানুষের পুটিমারি হয়ে শিলিগুড়ি শহরে যাতায়াত করার একটি বিকল্প রাস্তা।বামফ্রন্টের সময় ১৫ বছর আগে রাস্তাটি তৈরি করা হলেও তারপর আর মেরামত করা হয়নি।রাস্তাটি সংস্কার করার জন্য অনুরোধ করেছিল এলাকাবাসীরা।এদিন রাস্তাটি সংস্কারের জন্য শিলান্যাস করা হল।
এদিনের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারি সভাধিপতি দুলাল দেবনাথ, জেলা পরিষদের কর্মাধক্ষ্য দেবাশিষ প্রামাণিক ও গ্রাম পঞ্চায়েত প্রধান দিলীপ রায় সহ এলাকার জনপ্রতিনিধিরা।