রাজগঞ্জ, ২৮ ডিসেম্বরঃ পাকা রাস্তা তৈরীর শিলান্যাস করলেন বিধায়ক খগেশ্বর রায়।
রবিবার রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের সোনারবাড়ির নিরঞ্জন রায়ের বাড়ি থেকে কৃষ্ণচূড়া মোড় মরগিভিটা হয়ে গেটবাজার পিডব্লিউডি রোড পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার নতুন রাস্তা তৈরীর শিলান্যাস করলেন বিধায়ক।পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তায় রাস্তাটি তৈরি করা হবে।
শিলান্যাস অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রনবীর মজুমদার, শিকারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রভা কুজুর, অনিতা রায়, নারায়ণ বসাক সহ অন্যান্যরা।
