গরুবাথান, ২ নভেম্বরঃ গরুবাথান ব্লকের বিভিন্ন এলাকায় এবার কমলালেবুর ভালো ফলন হলেও পাকার আগেই ঝরে যাচ্ছে ফল।এই ঘটনায় এলাকার প্রায় ২০০ কমলা চাষির মাথায় হাত।
এই পরিস্থিতিতে আগামীদিনে এই এলাকার কমলালেবুর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে।এক সময় দেখা যেত কমলালেবুর গাছ হলুদ রঙের হয়ে গাছ শুকিয়ে পড়ে মরে যাচ্ছে। সেই সমস্যা কাটিয়ে উঠতে না উঠতেই কমলালেবুতে অন্য রোগ দেখা দিয়েছে।বর্তমানে কমলালেবু পাকার আগেই গাছ থেকে ঝরে যাচ্ছে ফল।
এই সমস্যা কিভাবে কাটিয়ে উঠবেন তা নিয়ে দুশ্চিন্তায় চাষিরা।কমলালেবু চাষ হয়েছে গরুবাথান এলাকার মিশনহিল, গরুবাথান টার, রাইগাও,গৈরিগাও সহ অনান্য এলাকায়।সব জায়গায় একই সমস্যা দেখা দেওয়ায় ক্ষতির মুখে কমলাচাষিরা।