রাজগঞ্জ, ১২ ফেব্রুয়ারি: পাকা রাস্তার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ বেলাকোবার বাসিন্দাদের।
বুধবার বেলাকোবার সর্দারপাড়া-দেবারুভিটা বেহাল কাঁচা রাস্তা পাকা করার দাবিতে পথ অবরোধ করেন বাসিন্দারা।বাসিন্দাদের অভিযোগ, বেলাকোবার বাবুপাড়া থেকে সর্দারপাড়া হয়ে দেবারুভিটা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার কাঁচা রাস্তা ১০ বছর থেকে বেহাল অবস্থায় রয়েছে।ফলে যাতায়াতে সমস্যা বেড়ে গিয়েছে।বিষয়টি গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনও জানে।কিন্তু মেরামতের কোনো উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না।তাই নিরুপায় হয়ে বাসিন্দারা পথ অবরোধ করতে বাধ্য হয়েছেন।
অন্যদিকে এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য তপন রায় বলেন, রাস্তাটি পাকা করার জন্য গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে কিন্তু রাস্তাটি পাকা কেন করা হচ্ছে না তা বোধগম্য হচ্ছে না।
যদিও পরবর্তীতে গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ খুব শীঘ্রই রাস্তার কাজ শুরু করার আশ্বাস দিলে পথ অবরোধ তুলে নেন স্থানীয়রা।