রাজগঞ্জ, ১৯ ফেব্রুয়ারিঃ পাকা রাস্তা তৈরির কাজের শিলান্যাস করলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব।শুক্রবার ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের ফুলবাড়ি ২নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জটিয়াকালি মোড় থেকে নিপানিয়া হয়ে কালাঙ্গিনী পর্যন্ত পাকা রাস্তার কাজের শুভারম্ভ করেন মন্ত্রী।শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে প্রায় ১ কোটি ৮২ লক্ষ টাকা ব্যয়ে রাস্তাটি তৈরি করা হচ্ছে বলে জানা গিয়েছে।
এই বিষয়ে পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেন, এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিলো পাকা রাস্তার।আজ সেই রাস্তার শিলান্যাস করলাম।আগামীতে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় আরো উন্নয়নমূলক কাজ করা হবে৷
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন,শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের ভাইস চেয়ারম্যান নান্টু পাল,জলপাইগুড়ি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশীষ প্রামাণিক, ফুলবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ রায় সহ অন্যান্যরা।