আলিপুরদুয়ার,৯ নভেম্বরঃ পাকা সেতুর দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে শামিল ছাত্রছাত্রীরা সহ এলাকার বাসিন্দারা।ভোট বয়কটের হুঁশিয়ারিও দিয়েছেন বাসিন্দারা।
বুধবার আলিপুরদুয়ার ২ নং ব্লকের রায়ডাক ১ নং নদীতে পাকা সেতুর দাবিতে বিক্ষোভ দেখান চিকলিগুড়ি এলাকার বাসিন্দারা। এদিন ভাটিবাড়ি-কামাখ্যাগুড়ি রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা।প্ল্যাকার্ড হাতে রাস্তার মাঝে বসে বিক্ষোভ দেখায় পড়ুয়ারাও।
এলাকাবাসীরা জানান, প্রায় ২০-২৫ বছর ধরে তারা এই সেতুর দাবি জানিয়ে আসছেন।কিন্তু কোনও লাভ হয়নি।বর্তমানে বাঁশের সাকো দিয়ে যাতায়াত করতে হয় তাদের।সেতু না থাকার কারণে অসুবিধায় পড়তে হয় এলাকার পড়ুয়াদের।এছাড়াও রোগী নিয়ে যেতেও অসুবিধা হয়।বর্ষায় যাতায়াত করতে সমস্যায় পড়তে হয় তাদের।তাই পথ অবরোধে শামিল হয়েছেন তারা।তাদের দাবি মানা না হলে ভোট বয়কট করা হবে এবং আগামীতেও বিক্ষোভে শামিল হবেন তারা।
