রাজগঞ্জ,৪ ফেব্রুয়ারিঃ পাখি সহ পাচার চক্রের মূল পান্ডাকে গ্রেপ্তার করল বনদপ্তর। শিলিগুড়ির গোড়ামোড় থেকে গ্রেপ্তার করা হয় তাকে। ধৃতের নাম মহম্মদ উকিল। তার কাছ থেকে ১১ টি টিয়া পাখি উদ্ধার করা হয়েছে।
বৈকন্ঠপুর বনবিভাগের উত্তরবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্ত বলেন, একটি আন্তর্জাতিক পাচার চক্র অনেকদিন থেকে পাখি পাচার করছে। কয়েকবার ওই পাচার চক্রের কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও মূল পান্ডাকে গ্রেপ্তার করা যায়নি। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে শিলিগুড়ির গোড়ামোড় থেকে মহম্মদ উকিলকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১১ টি টিয়া পাখি উদ্ধার করা হয়েছে। তিনি জানান, টিয়া ও ময়না সহ বিভিন্ন প্রজাতির পাখি ভিন রাজ্য এবং নেপালে পাচারের কথা স্বীকার করেছে মহম্মদ উকিল।
আজ ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।