রাজগঞ্জ, ২৯ অক্টোবরঃ কালী পুজোয় “পাখির দেশে মা” থিমে নজর কাড়তে চলছে ফাটাপুকুর নবোদয় সংঘ।
রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি গ্রামপঞ্চায়েতের ফাটাপুকুর সংলগ্ন নবোদয় সংঘ বেশকয়েক বছর ধরে বেশ জাঁকজমকভাবে কালীপুজো করে আসছে। এবছর সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করছে তাদের পুজো।৫০ তম বর্ষে তাদের এবারের থিম “পাখির দেশে মা”।চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি।পাটকাঠি, মাটির হাড়ি, কাশফুল বাশঁ, খড় সহ নানান গ্রাম্য উপকরণ দিয়ে বিভিন্নরকম হাতের কাজ ফুটে উঠেছে পুজো মন্ডপে।থাকছে পাখির আদলে দশভূজা কালী মা।
এই বিষয়ে পুজো উদ্যোক্তারা জানান, এক সময় গ্রামগঞ্জে বিভিন্ন প্রাজাতির পাখির দেখা পাওয়া যেত।বর্তমান সময়ে সেই পাখি বিলুপ্তপ্রায় হয়ে গিয়েছে। বর্তমান প্রজন্মের কাছে পাখিদের অস্তিত্ব,পাখিরা কিভাবে বাসা তৈরি করে থাকে সেই ছবি এই থিমের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। এছাড়া বর্তমানে পাখিদের অস্তিত্ব সংকটে সেই কারণে পাখিদের সম্পর্কে দর্শনার্থীদের সচেতন করতে এই বিশেষ আয়োজন বলে জানান তারা।