আলিপুরদুয়ার, ৮ ডিসেম্বরঃ আলিপুরদুয়ার জেলার বক্সা পাহাড়ে চালু হল পালকি আ্যম্বুলেন্স পরিষেবা।আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্যদপ্তর ও ফ্যামিলি প্ল্যানিং অফ ইণ্ডিয়ার যৌথ উদ্যোগে পালকি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হল।
২,৬০০ ফুট উপরে অবস্থিত বক্সা পাহাড়ে রোগী ও গর্ভবতী মায়েদের এতদিন হাসপাতালে নিয়ে যেতে হলে বাঁশের মধ্যে কাপড়ের দোলনার মত বানিয়ে নিয়ে যাওয়া হত।এতে সমস্যার মধ্যে পড়তে হত গর্ভবতী মায়েদের।এই কারণেই আজ এই পালকি আ্যম্বুলেন্স উদ্বোধন করা হল।
এদিন আনুষ্ঠানিকভাবে এই পালকি আ্যম্বুলেন্সের উদ্বোধন করেন আলিপুরদুয়ার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, বিডিও প্রশান্ত বর্মন, মুখ্য স্বাস্থ্য আধিকারিক গীরিশচন্দ্র বেরা।