শিলিগুড়ি, ১৪ ফেব্রুয়ারিঃ ঠাকুর পঞ্চানন সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে এবং শিলিগুড়ির ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ বর্মনের সহযোগিতায় শ্রী গুরু বিদ্যামন্দির স্কুলের সামনে পঞ্চানন বর্মার পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন করা হল।এদিন মূর্তি উন্মোচন করেন শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার।
জানা গিয়েছে, এদিন পঞ্চানন বর্মার জন্মজয়ন্তীতে একটি শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রায় রাজবংশী সমাজের মানুষেরা উপস্থিত ছিলেন।শোভাযাত্রাটি বিভিন্ন এলাকা পরিক্রমা করে।
এই বিষয়ে কাউন্সিলর দিলীপ বর্মন বলেন, ৪৬ নম্বর ওয়ার্ডে বহু রাজবংশী সম্প্রদায়ের মানুষ আছে।আজ এখানে মূর্তি উন্মোচন করা হল।ঠাকুর পঞ্চানন বর্মার জন্মজয়ন্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।