শিলিগুড়ি, ১৪ ফেব্রুয়ারিঃ ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিনে পূর্ণাবয়ব মূর্তির উন্মোচন হল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে।
মনীষী ঠাকুর পঞ্চানন বর্মার জন্মজয়ন্তীতে পঞ্চানন অনুরাগী মঞ্চের উদ্যোগে ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আর্থিক সহযোগিতায় মনীষী ঠাকুর পঞ্চানন বর্মার পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন করা হয়।এদিন বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা।পাশাপাশি একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন পদ্মশ্রী প্রাপক শ্রী মঙ্গলাকান্ত রায়।উপস্থিত ছিলেন পঞ্চানন অনুরাগী মঞ্চের সভাপতি নিখিলেশ রায়, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক অনিল ভূঁইমালি , কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ইন্দ্রজিৎ রায়, মাটিগাড়া নকশালবাড়ি বিধায়ক আনন্দময় বর্মন সহ অন্যান্যরা।
এদিন পঞ্চানন অনুরাগী মঞ্চের সভাপতি নিখিলেশ রায় জানান , প্রত্যেক বছর পয়লা ফাল্গুন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার পাশাপাশি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়ে থাকে ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন।বিশ্ববিদ্যালয়ে মূর্তি উন্মোচনের দাবি জানানো হয়েছিল।সেই অনুযায়ী আজ মনিষীর মূর্তি উন্মোচিত হল।
মাটিগাড়া নকশালবাড়ি বিধায়ক আনন্দময় বর্মন জানান, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর এবং পঞ্চানন বর্মার জন্ম প্রায় সমসাম়য়িককালে। তবে সঠিকভাবে মূল্যায়ন হলে হয়তো আজ থেকে পঞ্চাশ বছর আগেই মনীষী পঞ্চানন বর্মার মূর্তি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্মোচন হতো।সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি বলে জানান বিধায়ক।