কোচবিহার, ১৬ এপ্রিলঃ তৃণমূলের পঞ্চায়েত সদস্যার বাড়িতে বোমা মারার অভিযোগ।শনিবার গভীর রাতে নাটাবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের হাপালমারা এলাকায় ঘটনাটি ঘটে।অভিযোগ বিজেপির দিকে।যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
জানা গিয়েছে, নাটাবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের ৮/৮ নম্বর বুথের পঞ্চায়েত সদস্যা অনিমা দাসের বাড়িতে বোমাবাজির ঘটনাটি ঘটে।পঞ্চায়েত নির্বাচনের আগে শান্ত এলাকা অশান্ত করার লক্ষ্যে বিজেপি এই কর্মকাণ্ড করছে বলে অভিযোগ করেন পঞ্চায়েত সদস্যা অনিমা দাস।ঘটনার পর রাতেই ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী।ঘটনাস্থল থেকে বোমের নমুনা সংগ্রহ করে তুফানগঞ্জ থানার পুলিশ।
যদিও গোটা ঘটনার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।নাটাবাড়ি বিধানসভার বিজেপি ২৮ নম্বর মন্ডলের তরফে চিরঞ্জিৎ দাস বলেন, বিজেপি বোমা মারার রাজনীতিতে বিশ্বাসী নয়।এটা ওদের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব।তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত ভোটের আগে গোটা এলাকায় আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে।