রাজগঞ্জ, ৩০ সেপ্টেম্বরঃ দূর্গা পুজোর আর মাত্র ২২ দিন বাকি।করোনার জেরে এবারে উৎসবের মেজাজ নেই বললেই চলে।বিগ বাজেটের পুজোও নেই।বেশিরভাগ পুজো কমিটিগুলি ছোটো করেই পুজো করার সিদ্ধান্ত নিয়েছেন।
এই পরিস্থিতিতে দুর্গা পুজোর প্যান্ডেলের বায়না না পাওয়ায় চিন্তায় পড়েছেন ফুলবাড়ির ডেকোরেটররা।প্যান্ডেলের সামগ্রী নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।এই পরিস্থিতিতে সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন ডেকোরেটররা।ফুলবাড়ি-২ গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশকয়েকজন ডেকোরেটর রয়েছেন।কিন্তু এবছর এখনও অবধি প্যান্ডেল করার বায়না পাননি।
ভবেশচন্দ্র রায় নামে এক ডেকোরেটর বলেন, করোনার জেরে কয়েকমাস থেকে কোনো অনুষ্ঠানের কাজ পাওয়া যায়নি। দুর্গা পুজোতেও একই অবস্থা।গত বছর পুজোয় প্রায় ১০-১২ টি প্যান্ডেলের বরাত পেলেও এবছর তার সিকিভাগও পাওয়া যায়নি।গোডাউনে প্রায় ৩০ লক্ষ টাকার প্যান্ডেলের সামগ্রী পড়ে রয়েছে।এই পরিস্থিতিতে ডেকোরেটরদের সরকারি সাহায্য দেওয়া হলে উপকৃত হতাম।
এদিকে একই কথা বলেন অরুণ বর্মন।তিনি বলেন, গত বছর ৫-৬ টি দুর্গা পুজোর প্যান্ডেলের কাজ পেয়েছিলাম।কিন্তু এবছর দুটি ছোট প্যান্ডেলের কাজ পেয়েছি।পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছবে ভাবতে পারিনি।তিনিও সরকারি সাহায্যের আর্জি জানান।
প্যান্ডেলের শ্রমিক সুনীলচন্দ্র সিং ও আব্দুল তহিদ বলেন, ডেকোরেটররা পুজোর প্যান্ডেলের বরাত না পাওয়ায় আমারাও কাজ পাচ্ছিনা।সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছে।পুজোতে সন্তানদের নতুন বস্ত্র কিনে দেওয়াও হবে না। আমরা চাই প্যান্ডেল শ্রমিকদের সরকারি সাহায্য দেওয়া হোক।