রাজগঞ্জ, ৬ মেঃ প্যাঙ্গোলিন মেরে মাংস খেয়ে আঁশ পাচারের ঘটনায় ২ জনকে গ্রেফতার করলো বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা।ধৃতদের নাম পালদেন লেপচা(২৮) ও দিলীপ কুমার রাই(৫০)।দুজন কালিম্পং এর বাসিন্দা।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে বেলাকোবা রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিকেলে ওদলাবাড়ির একটি হোটেলের সামনে থেকে প্যাঙ্গোলিনের চামড়া ও আঁশ সহ দুজনকে গ্রেফতার করা হয়।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৯০ সেন্টিমিটারের প্যাঙ্গোলিনের চামড়া সহ আঁশ।
ধৃতরা জেরায় জানিয়েছে, কালিম্পংয়ের একটি জঙ্গল থেকে এই প্যাঙ্গোলিনটিকে মারা হয়।এরপর প্যাঙ্গোলিনের মাংস খেয়ে আঁশ পাচার করার উদ্দেশ্য ছিল তাদের।শিলিগুড়ি হয়ে নেপালে পাচারের উদ্দেশ্য ছিল।প্রায় সাড়ে তিন লক্ষ টাকায় বিক্রির দর ঠিক হয়।ধৃতদের আজ জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়েছে।