শিলিগুড়ি, ২২ জানুয়ারিঃ প্যাঙ্গোলিনের আঁশ পাচারের অভিযোগে বিজেপি নেতা সহ আরও এক ব্যক্তিকে গ্রেফতার করল সারুগাড়া বনদপ্তর।এই ঘটনায় এখনও অবধি মোট ৩ জনকে গ্রেফতার করেছে বনদপ্তর।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে প্যাঙ্গোলিনের আঁশ পাচারের অভিযোগে মুরশিদ আলম নামে একজনকে গ্রেফতার করে বনদপ্তর।অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পেশ করে রিমান্ডে নেওয়া হয়।এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে দুই অভিযুক্তের নাম জানতে পারে বনদপ্তর।
জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে গতকাল রাতে সেবক রোড থেকে দুই পাচারকারীকে গ্রেফতার করে বনদপ্তরের কর্মীরা।দুই অভিযুক্তের নাম সুজন দাস এবং সুব্রত বিশ্বাস।জানা গিয়েছে, সুজন দাস বিজেপির আলিপুরদুয়ার জেলার ফালাকাটা বিধানসভা অঞ্চলের আইটি সেলের আহ্বায়ক।আজ দুজনকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।
সারুগাড়া বনদপ্তর সূত্রে খবর, সুজন দাস প্যাঙ্গোলিন এর দেহাংশ পাচার চক্রের মুখ্য কিংপিন।ঘটনার তদন্তের স্বার্থে দুই অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পেশ করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।
অন্যদিকে অভিযুক্ত সুজন দাসের আইনজীবী অখিল বিশ্বাস বলেন, ‘বড়সড় ষড়যন্ত্র করে সুজন দাসকে প্যাঙ্গোলিনের দেহাংশ পাচারের মামলায় ফাঁসানো হয়েছে’।