শিলিগুড়িতে প্যাঙ্গোলিনের আঁশ ও হরিণের শিং উদ্ধার, গ্রেফতার ১

শিলিগুড়ি, ১৪ মার্চঃ শিলিগুড়ির সমরনগর অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার প্যাঙ্গোলিনের আঁশ ও হরিণের শিং উদ্ধার করলো বনদপ্তরের সুকনা রেঞ্জ।ঘটনায় গ্রেফতার ১।  


জানা গিয়েছে, বনদপ্তরের সুকনা রেঞ্জের রেঞ্জ অফিসার দীপক রসাইলির নেতৃত্বে অভিযান চালানো হয়।উদ্ধার হয় ৩ কেজি ৭০০ গ্রাম প্যাঙ্গোলিনের আঁশ এবং হরিণের শিং।ঘটনায় গ্রেফতার করা হয় সজন সরকার ওরফে বাবুকে।  

সূত্রের খবর, উদ্ধার হওয়া প্যাঙ্গোলিনের আঁশ ও হরিণের শিং নেপালে পাচার করার উদ্দেশ্যে ছিল।প্যাঙ্গোলিনের আঁশের বাজারমূল্য ৬ লক্ষ টাকা।গোটা ঘটনার তদন্তে বনদপ্তর।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *