শিলিগুড়ি, ২ জুনঃ শিলিগুড়ি পুরনিগমের একাধিক ওয়ার্ডে বন্ধ পানীয় জল সরবরাহ।সমস্যায় শহরবাসী।
জানা গিয়েছে, রবিবার রাত থেকেই পুরনিগমের একাধিক ওয়ার্ডে বন্ধ রয়েছে পানীয় জল সরবরাহ।তবে জলের সমস্যা সমাধানে পুরনিগমের পক্ষ থেকে ওয়ার্ডে ওয়ার্ডে জলের ট্যাংকার দেওয়া হয়েছে।শহরবাসীর অভিযোগ, মাঝে মধ্যেই ওয়ার্ডে জলের সমস্যা দেখা দেয়।এর আগে জল বন্ধ থাকবে সে বিষয়ে আগে থেকেই বিজ্ঞপ্তি বা মাইকিং করে জানিয়ে দেওয়া হত।কিন্তু এবারে কিছু জানানো হয়নি।যেকারণে ভোগান্তির শিকার হচ্ছেন মানুষ।
অন্যদিকে ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান, বিগত কয়েকদিনে সিকিমে ও পাহাড়ে প্রবল বৃষ্টি হয়েছে।যার ফলে তিস্তার জলস্তর বৃদ্ধি পেয়েছে ফলে তিস্তা মহানন্দার জলে পলি মাটি বৃদ্ধি পেয়েছে।এই কারণেই জল সরবরাহ বন্ধ করা হয়েছে।তবে পুরনিগমের পক্ষ থেকে ৩৫টি জলের ট্যাঙ্কার শহরের বিভিন্ন ওয়ার্ডে দেওয়া হয়েছে।দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা চালাচ্ছে পুরনিগম।