খড়িবাড়ি, ১৯ ফেব্রুয়ারিঃ নির্বাচনের আগে দলকে আরও শক্তিশালী করতে খড়িবাড়ি পানীসালী অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস কমিটির পুনর্গঠন করা হল।এদিনের কর্মসূচিতে রাজ্য কমিটির তরফে জেপি কানারিয়া, তৃণমূল যুব কংগ্রেসের ব্লক সভাপতি কিশোরী মোহন সিং সহ অন্যান্য কার্যকর্তারা উপস্থিত ছিলেন।
তৃণমূল যুব কংগ্রেসের ব্লক সভাপতি কিশোরী মোহন সিং বলেন, একটি কর্মসূচির আয়োজন করে খড়িবাড়ি পানীসালী অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস কমিটির পুনর্গঠন করা হল।জোরকদমে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি চলছে।নবনির্বাচিত কমিটিতে সভাপতি প্রদীপ কুমার মন্ডল, কার্যকরী সভাপতি পঙ্কজ কুমার রায়, বলরাম সোনার, সহ-সম্পাদক বিপুল সমাদার, সম্পাদক দীপক লাগুণ, মিরাজ আলম, গৌরভ দেবনাথ, অরিজিৎ দেবনাথ কে সর্বসম্মতিতে নির্বাচিত করা হয়।দলকে আরও শক্তিশালী করতে সকল কার্যকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।