খড়িবাড়ি, ২৩ মার্চঃ বিধ্বংসী অগ্নিকান্ডে পুড়ে ছাই হল ১১টি দোকান।খড়িবাড়ির ইন্দো-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি বাজার এলাকার ঘটনা।
জানা গিয়েছে, শনিবার ভোররাতে স্থানীয়রা আগুন দেখতে পান।এরপরই শুরু হয় আগুন নেভানোর কাজ।পরে খবর পেয়ে নকশালবাড়ি দমকলের একটি ইঞ্জিন পৌঁছায়।এরপর মাটিগাড়া ও শিলিগুড়ি থেকে দুটি দমকল এবং নেপালের মেচীনগর মিউনিসিপ্যালিটির একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিধ্বংসী এই আগুনে কসমেটিক, মুদিখানা, কাপড়ের দোকান ও খাবারের হোটেল পুড়ে ছাই হয়ে গিয়েছে।শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে বলে স্থানীয়দের অনুমান।