শিলিগুড়ি, ৮ আগস্টঃ শিলিগুড়ির পানিট্যাঙ্কি মোড়ে উচ্ছেদ অভিযান চালালো শিলিগুড়ি পুরনিগম।এদিন পানিট্যাঙ্কি ফাঁড়ির সামনে হাইড্রেনের উপরে থাকা সমস্ত দোকান ভেঙে দেওয়া হয়।
প্রত্যেকদিনই বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালাচ্ছে পুরনিগম।বৃহস্পতিবার সকালে পানিট্যাঙ্কি মোড় থেকে অভিযান শুরু হয়।রাস্তা ও ড্রেন দখল করে তৈরি সমস্ত দোকান সরিয়ে দেওয়া হয়।পানিট্যাঙ্কি মোড় হয়ে সেবক রোডের পায়েল সিনেমাহল অবধি এই অভিযান চলে।
এদিনও পুরনিগমের অভিযানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ীরা।সময় দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।
এই অভিযান বিশাল সিনেমাহলের কাছে পৌছতেই দুই মাইল ব্যবসায়ী সমিতির সদস্যরা বিক্ষোভ প্রদর্শন শুরু করে।গো ব্যাক স্লোগান তোলেন তারা।পুরনিগমের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের অভিযোগ, এর আগে রাস্তা চওড়া করার জন্য তাদের সরিয়ে দেওয়া হয়েছিল।সেইসময়ও ক্ষতি হয়েছিল ব্যবসায়ীদের।ফের অভিযান চালিয়ে তাদের সরিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে।পূর্ণবাসন না দেওয়া পর্যন্ত ব্যবসায়ীরা সরবেন না বলে জানিয়েছেন।পরবর্তীতে ব্যবসায়ীদের বিক্ষোভের জেরে ফিরে যেতে হয় পুরনিগমকে।