খড়িবাড়ি, ১৩ আগস্টঃ নেপালে নতুন শুল্ক নীতি ঘোষণার পর খড়িবাড়ির পানিট্যাঙ্কির ব্যবসায় ভাটা পড়েছে। সীমান্ত ব্যবসায় সমস্যার চিঠি পেয়েই রবিবার পানিট্যাঙ্কি সীমান্ত পরিদর্শন ও সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে দেখা করলেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত।
জানা গিয়েছে, এদিন পানিট্যাঙ্কি ব্যবসায়ী সমিতির সঙ্গে আলোচনা করেন সাংসদ রাজু বিস্ত।ব্যবসায়ীদের সমস্যার কথা শোনেন।
এদিন ব্যবসায়ীদের আশ্বাস দিয়ে রাজু বিস্ত বলেন, ভারত নেপালের মধ্যে বানিজ্য চুক্তি অনুযায়ী নেপাল বা ভারত প্রয়োজনীয় সামগ্রী সহ বিভিন্ন বিষয়ে কোনো শুল্ক চাপাতে পারবে না।কিন্তু নেপালে নতুন শুল্ক নীতি ঘোষণার ফলে নেপালের নাগরিকদেরই সমস্যা হচ্ছে।গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় বিদেশ মন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে বলে তিনি জানান।বিষয়টি নিয়ে নেপাল সরকারের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন সাংসদ।
পাশাপাশি শিলিগুড়িতে ৫০০ বেডের আধুনিক মেডিক্যাল কলেজ তৈরি হবে বলে ঘোষণা করেন রাজু বিস্ত।খুব শীঘ্রই ভারত সরকারের পক্ষ থেকে এটি ঘোষণা করা হবে মত সাংসদের।