খড়িবাড়ি, ১৫ অক্টোম্বরঃ ঘাস কাটতে গিয়ে হাতির মুখে পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার।ঘটনাটি ঘটেছে খড়িবাড়ির পানিট্যাঙ্কি সংলগ্ন টুকরিয়াঝাড় বনাঞ্চল লাগোয়া কোয়ার্টার মোড় এলাকায়।মৃত বৃদ্ধার নাম লক মায়া বসনেট(৬৪)। উত্তর রামধন জোতের বাসিন্দা ছিলেন তিনি।
জানা গিয়েছে, রবিবার সকালে টুকরিয়াঝাড় বনাঞ্চলে গবাদি পশুর জন্য ঘাস কাটতে যান বৃদ্ধা ও তার স্বামী।সেইসময় হাতি তাড়া করে তাদের।বৃদ্ধার স্বামী পালাতে সক্ষম হলেও তিনি হাতির মুখে পড়েন।পরে আহত অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
উত্তরবঙ্গ মেডিক্যালে চিকিৎসকেরা বৃদ্ধাকে মৃত ঘোষণা করে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ, টুকরিয়াঝাড় বনদপ্তরের আধিকারিক ও শিলিগুড়ি মহকুমা বন ও ভূমি কর্মাদক্ষ্য কিশোরী মোহন সিংহ।সরকারের পক্ষ থেকে সহায়তা করার আশ্বাস দেন কিশোরী মোহন সিংহ।