খড়িবাড়ি, ১১ মার্চঃ মাদক সহ এক যুবককে গ্রেফতার করলো এসএসবি।উদ্ধার ১০১ গ্রাম মরফিন।
জানা গিয়েছে, সোমবার গভীর রাতে খড়িবাড়ির পানিট্যাঙ্কি সংলগ্ন দুধগেটে এলাকায় মাদক সহ গ্রেফতার করা হয় যুবককে।ধৃতের নাম দেবব্রত সরকার।ফাঁসিদেওয়ার বিধাননগরের বাসিন্দা।পরে ধৃতকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য লক্ষাধিক টাকা।মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।এই ঘটনায় আরও কারা জড়িত তার তদন্তে পুলিশ।