খড়িবাড়ি, ৯ এপ্রিলঃ পানিট্যাঙ্কির শিমুলতলায় ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থী সুনীল চন্দ্র তির্কীর সমর্থনে পথসভার আয়োজন করা হল।
এদিনের পথসভায় এআইসিসি সদস্য এবং দার্জিলিং জেলার পর্যবেক্ষক অনিল নেগী, কিষাণ কংগ্রেসের জেলা সভাপতি বাবলু সরকার, সেবা দলের নেতা কিরণ ছেত্রী, মাইনোরিটি জেলা সভাপতি মসলুদ্দিন আখতার, জেলা সম্পাদক মাধব সরকার, কংগ্রেসের ব্লক সভাপতি অলোক রায়, সিপিআইএম নেতা মোহন ছেত্রী, সন্তোষ কুমার সিংহ সহ অন্যান্য কার্যকর্তারা উপস্থিত ছিলেন।
সংযুক্ত মোর্চার প্রার্থী সুনীল চন্দ্র তির্কী বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতি ক্ষুব্ধ জনগণ।অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধি হয়েছে।এবারে বিপুল ভোটে সংযুক্ত মোর্চা জয়ী হবে।