খড়িবাড়ি, ৬ ফেব্রুয়ারিঃ এসএসবি’র ৪১ নম্বর ব্যাটালিয়ানের পানিট্যাঙ্কি ক্যাম্প এবং ন্যাশনাল অ্যান্টি ক্রাইম এন্ড হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়ার তরফে কাঁকরভিটা আই কেয়ার সেন্টার প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় পানিট্যাঙ্কিতে আজ নিঃশুল্ক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হল।এদিনের চক্ষু পরীক্ষা শিবিরে প্রচুর মানুষ চক্ষু পরীক্ষা করান।বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।
কাকরভিটা আই কেয়ার সেন্টার প্রাইভেট লিমিটেডের সিও মোহন নিরোলা বলেন, আগামীতেও নিঃশুল্ক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হবে।