রাজগঞ্জ, ২৭ জানুয়ারিঃ নেই পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা, খেতে হচ্ছে কুয়োর জল।সমস্যায় রাজগঞ্জ ব্লকের আমবাড়ির এলাকার মোহন্ত পাড়ার বাসিন্দারা।
এলাকার বাসিন্দা দেবকুমার মোহন্ত, সন্ধ্যা রানি সরকার বলেন, গ্রাম পঞ্চায়েতের সরকারি সুবিধা গ্রামে পৌছায় না।রাস্তাঘাটও কাঁচা, সেতু নেই।নানান সমস্যার মধ্যে বড়ো সমস্যা পরিশ্রুত পানীয় জলের সমস্যা।গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ১৯৯০ সাল নাগাদ দুটি পাকা কুয়ো দেওয়া হয়েছিল।তার মধ্যে একটি নষ্ট হয়ে গিয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, ভোটের সময় নেতারা প্রতিশ্রুতি দিয়ে গেলেও ভোট পেরিয়ে গেলে নেতারা ভুলে যায়।