রাজগঞ্জ, ২০জুনঃ প্রায় ১ বছর থেকে পিএইচই এর পানীয় জল এর পানীয় জল থেকে বঞ্চিত রাজগঞ্জের সন্ন্যাসীকাটার আকালুগছের বাসিন্দারা।এরফলে পাতকুয়োর জল খেতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, আকালুগছে পিএইচই এর পানীয় জল এর জলের পাইপ লাইন রয়েছে, ট্যাপকলও আছে। কিন্তু পানীয় জল সরাবরাহ হচ্ছে না। অভিযোগ, এলাকার একটি পাকা রাস্তার কাজ করতে গিয়ে জলের পাইপ তুলে ফেলেছে রাস্তার কাজের ঠিকাদারি সংস্থা।রাস্তার কাজও ঢিমেতালে হচ্ছে।গত ফেব্রুয়ারি মাসে কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও তা এখনও সম্পন্ন হয়নি। ফলে প্রায় এক বছর থেকে পানীয় জল সরবরাহ হচ্ছে না।এরফলে সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা।
বিষয়টি নিয়ে গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানানো হলেও কোন সুরাহা হয়নি। এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি কলিন রায় বলেন, পাইপ লাইন ঠিক করে জল সরবরাহ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে বলা হয়েছে। বাসিন্দারা যাতে খুব শীঘ্রই পানীয় জল পায় তার চেষ্টা চলছে।