১০ বছর থেকে নলবাহিত পানীয় জল থেকে বঞ্চিত রাজগঞ্জের সাহুডাঙ্গি এলাকার বাসিন্দারা

রাজগঞ্জ, ৮ জুনঃ প্রায় ১০ বছর থেকে নলবাহিত পানীয় জল থেকে বঞ্চিত রাজগঞ্জের সাহুডাঙ্গি এলাকার বাসিন্দারা।ফলে পাঁচটি গ্রামের বাসিন্দাদের পাতকুয়োর জল খেতে হচ্ছে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সাহুডাঙ্গিতে বাম আমলে সজলধারা প্রকল্পের আওতায় পানীয় জল প্রকল্প করা হয়েছিল।ওই প্রকল্প থেকে সাহুডাঙ্গি, আশ্রমপাড়া, ছত্তরপাড়া, তেলানিপাড়া ও নাউয়াপাড়ায় নলবাহিত পানীয় জল সরবরাহ হত।কয়েক মাস জল সরবরাহের পর প্রকল্পটি বন্ধ হয়ে যায়।ফলে বাসিন্দাদের পাতকুয়োর জল খেতে হচ্ছে।

বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তুষার দত্ত বলেন, সাহুডাঙ্গির সজলধারা প্রকল্পটি বাম আমলে করা হয়েছিল।সেই প্রকল্পটি বন্ধ হয়ে আছে।তবে সাহুডাঙ্গি ও ফাঁড়াবাড়ি এলাকায় জল প্রকল্প করার জন্য বিধায়কের মাধ্যমে পিএইচইর দপ্তরে আবেদন জমা দেওয়া হয়েছে।আশা করছি কয়েকমাসের মধ্যে প্রকল্পের কাজ শুরু হবে।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *