রাজগঞ্জ, ২৯ মেঃ পানীয় জলের আশায় বুক বেঁধেছেন রাজগঞ্জের বাদলাগছের আদিবাসী মহল্লার বাসিন্দারা।বহুবছর থেকে তারা পানীয় জলের দাবি জানিয়ে আসছিলেন।অবশেষে পানীয় জল দেওয়ার জন্য কাজ শুরু করলো প্রশাসন। খুশির হাওয়া এলাকায়।
জানা গিয়েছে, রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের বাদলাগছ এলাকার গৌরমোটা গছে প্রায় ৭০ টি পরিবার বসবাস করে। তারা সবাই চা বাগানের শ্রমিক। বহু বছর থেকে তারা বসবাস করলেও পানীয় জলের অভাবের মধ্যে দিন কাটাচ্ছিল তাদের। পানীয় জলের দাবিতে বিভিন্ন জায়গায় আবেদন করেন।সেই এলাকা পরিদর্শন করেছিলেন রাজগঞ্জের বিডিও পঙ্কজ কোনার।অবশেষে উদ্যোগী হয় প্রশাসন। কয়েকদিন আগে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে শুরু হয়েছে পানীয় জলের ট্যাংকি তৈরির কাজ। ফলে পানীয় জল পাওয়ার আশায় বুক বেঁধেছেন দিনমজুর পরিবারগুলি।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন থেকে আমরা জলের সমস্যায় ভুগছিলাম। অবশেষে জলের কাজ শুরু হয়েছে। খুব ভালো লাগছে এখন আমরা আয়রন মুক্ত জল খেতে পারবো।এতে খুশি সকলে।
অন্যদিকে স্থানীয় পঞ্চায়েত সদস্য সুভাষ রায় জানান, এলাকার মানুষের দাবী ছিলো পানীয় জলের। সেই কাজ শুরু হয়েছে। এতে এলাকার বাসীর অনেক সুবিধা হবে।