নকশালবাড়ি, ৭ ডিসেম্বরঃ মুখ্যমন্ত্রীর নির্দেশের পর জোরকদমে পানীয় জলের কাজ শুরু নকশালবাড়ির হাতিঘিসার সেবদোল্লাজোতে।বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে নির্দেশ দেওয়ার পর জলের ট্যাঙ্ক পৌঁছায় গ্রামে।
জানা গিয়েছে, পানীয় জল সমস্যা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন গ্রামের মানুষ। জনস্বার্থ মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পর জানুয়ারি মাসে কাজ শেষ করে জল পৌঁছাতে জোরকদমে শুরু হল পাইপ লাইনের কাজ।জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের উদ্যোগে গ্রামে চলছে পাইপ লাইনের কাজ।পাইপলাইনে কাজ শুরু হতেই খুশি গ্রামবাসীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, ট্যাঙ্কে জল আসছে সেই জল নিচ্ছি।গোটা ঘটনায় ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রীকে।