ফুলবাড়ি, ১১ সেপ্টেম্বরঃ গ্রামে পানীয় জলের সমস্যা মেটাতে বসানো হলো সোলার পরিচালিত পানীয় জলের রিজার্ভার।ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পুটিমারি সংলগ্ন লক্ষ্মীজোত এলাকায় এই বিশুদ্ধ পানীয় জলের রিজার্ভারটি তৈরি করা হয়েছে।
প্রায় সাড়ে তিন লক্ষ টাকা ব্যায়ে এই এই রিজার্ভারটি তৈরি করা হয়।বুধবার সেটির উদ্বোধন করেন এলাকার পঞ্চায়েত সদস্য তথা ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কিশোর চন্দ্র রায়। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সহ সভাপতি মতিন চন্দ্র রায় ও রিয়াজউদ্দিন মহম্মদ সহ অন্যান্যরা।
জানা গিয়েছে, পানীয় জলের সমস্যা মেটাতে প্রত্যন্ত গ্রাম এলাকায় স্বচ্ছ বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করার লক্ষ্যে এই সোলার পরিচালিত পানীয় জলের রিজার্ভার বসানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সেই মতে আজ ফুলবাড়ির লক্ষ্মীজোত এলাকায় এই পানীয় জলের রিজার্ভারটির উদ্বোধন করা হল।এতে গ্রামের কয়েকশো মানুষ উপকৃত হবেন।বিশুদ্ধ পানীয় জল পেয়ে খুশি এলাকাবাসীরা।