শিলিগুড়ি, ২৯ জুনঃ শিলিগুড়িতে পানীয় জলের সমস্যার দ্রুত সমাধান হতে চলেছে, ইতিমধ্যেই বৃহৎ জল প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শুরু হয়েছে।টেন্ডার প্রক্রিয়ার পর দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে।শনিবার শিলিগুড়ি পুরনিগমে মাসিক অধিবেশনের পর এমনটাই জানালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব বলেন, ইতিমধ্যেই বৃহৎ জল প্রকল্পের কাজ শুরু হয়েছে, দ্বিতীয় টেন্ডার প্রক্রিয়ায় রয়েছে।জল সরবরাহের ক্ষেত্রে সমস্যার সমাধান হবে শীঘ্রই।অন্যদিকে অবৈধ নির্মাণের অভিযোগকারী প্রাক্তন পুলিশ কর্মীর বিষয়ে তিনি বলেন, পুরনিগম ব্যবস্থা নেওয়ার আগেই অভিযোগকারী হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।যেকারণে কোনো পদক্ষেপ নেওয়া যায়নি।আগামী পদক্ষেপ হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নেওয়া হবে।