শিলিগুড়ি,২৮ সেপ্টেম্বরঃ ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কির কাস্টমস অফিস সংলগ্ন এলাকায় সাধারণ মানুষদের জন্য পানীয় জলের ফিল্টারের উদ্বোধন করল ইনার হুইল ক্লাব অফ শিলিগুড়ি উত্তরায়ন।
বুধবার ফিতে কেটে প্ল্যান্টের উদ্বোধন করেন নকশালবাড়ি কাস্টমস ডিভিশনের ডেপুটি কমিশনার এলটি শেরপা।তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব অফ শিলিগুড়ি উত্তরায়নের সভাপতি পুজা আগরওয়াল, শ্বেতা আগরওয়াল, হান্দ্রু ওঁরাও, কৃষ্ণ রায় সহ অন্যান্যরা।
পুজা আগরওয়াল জানান, এই পানীয় জলের ফিল্টার সাধারণ মানুষ থেকে বিভিন্ন গাড়ির চালকদের তৃষ্ণা মেটাতে সহায়তা করবে।