শিলিগুড়ি,২৭ ফেব্রুয়ারিঃ সুলভ শৌচালয়ের দাবিতে পুরনিগমের কর্মীদের পানীয় জলের প্রকল্পের কাজ করতে বাঁধা দিল ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।
জানা গিয়েছে,এলাকাবাসীদের বহুদিনের দাবি এলাকায় একটি সুলভ শৌচালয় তৈরি করা হোক।২০১৮ এর বোর্ড মিটিঙে সুলভ শৌচালয় প্রকল্প পাস হয়েছে বলে দাবি এলাকাবাসীদের।কিন্তু অভিযোগ, সেই সুলভ শৌচালয় তৈরির কাজ শুরু না করে এখানে পানীয় জলের প্রকল্পের কাজ শুরু করেছে পুরনিগম।বাসিন্দাদের দাবি, প্রথমে সুলভ শৌচালয় তৈরি করতে হবে তারপর এই পানীয় জলের প্রকল্পের কাজ হবে।
এই বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর খুশবু মিত্তল জানান, এই এলাকায় প্রথমে একটি শৌচালয়ের দরকার রয়েছে।সেই কারণে এলাকাবাসীরা মিলে পানীয় জলের প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছে।এছাড়াও ২০১৮ তে বোর্ড মিটিংয়ে শৌচালয়ের প্রকল্পের পাস হওয়ার পর তিনি লিখিতভাবে মেয়রকে অতি শীঘ্রই এই জায়গায় শৌচালয় তৈরি করে দেওয়ার কথা জানিয়েছিলেন।কিন্তু সেই শৌচালয়ের প্রকল্প এখনো তৈরী না হওয়ায় বিক্ষোভে সামিল হয়েছেন এলাকাবাসীরা।