শিলিগুড়ি, ৭ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ি পুরনিগমের ১৩ নম্বর ওয়ার্ডের পাঞ্জাবীপাড়ায় গুরুনানক সরণিতে আবাসনে অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।ঘটনার পর এলাকা পরিদর্শন করলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব।
জানা গিয়েছে, বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল।এসি থেকে শর্ট-সার্কিটের জেরে আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।আগুনে পুড়ে যায় ঘরের প্রচুর জিনিস।ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
খবর পেয়ে এলাকায় যান মেয়র।আগুনে ক্ষতিগ্রস্থ আবাসন খতিয়ে দেখেন তিনি।ক্ষতিগ্রস্থ পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন মেয়র।