শিলিগুড়ি,৫ মার্চঃ প্যানক্রিয়াটিসে আক্রান্ত ছিলেন ইসলামপুরের রামগঞ্জের বাসিন্দা কাবিরাম বেগম। একাধিক হাসপাতালে যান চিকিৎসার জন্য তবে অবস্থা গুরুতর থাকায় সকল ডাক্তারেরাই হাত তুলে নেন। এরপরেই চিকিৎসার জন্য শিলিগুড়ির মুখার্জি হাসপাতালে তারা যোগাযোগ করেন এবং শুরু হয় চিকিৎসা। অপারেশন করেন ডাক্তার জিষ্ণু শঙ্কর রায়বাসুনিয়া। বর্তমানে ওই রোগী সুস্থ রয়েছেন।
এদিন এক সাংবাদিক বৈঠক করে ডাক্তার জিষ্ণু শঙ্কর রায়বাসুনিয়া জানান, শিলিগুড়িতেও প্যানক্রিয়াটিসে পাথরের অপারেশন সম্ভব। এরজন্য সবসময় বাইরে যাওয়ার প্রয়োজন নেই। সাধারণ মানুষের পাশাপাশি তিনি শহরের সকল ডাক্তারদেরও জানান যে প্যানক্রিয়াটিস সহ অনেক জটিল রোগের চিকিৎসাই সম্ভব রয়েছে শিলিগুড়িতে। চলতি মাসের ২৭ তারিখ এই অপারেশন করা হয়, অপারেশন করে একটি বাইপাস করে দেওয়া হয়। আবারও স্টোন হলে বাইপাস দিয়ে সেই স্টোন বেরিয়ে যাবে।
অপরদিকে রোগীর পরিবার জানান, যে প্রায় দুই বছর থেকে এই সমস্যায় ভুগছেন কাবিরাম বেগম। অনেক জায়গায় গিয়েও কোনো সমাধান হচ্ছিল না। তবে এখানে অপেক্ষাকৃত কম খরচে চিকিৎসা হয়েছে এবং বর্তমানে রোগী সুস্থ রয়েছে। আজ তিনি বাড়ি ফিরে যাচ্ছেন।