শিলিগুড়ি, ৪ জুলাইঃ শনিবার বৃষ্টি উপেক্ষা করেই নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল প্রবাদপ্রতীম ক্রীড়া সংগঠক পানু দত্ত মজুমদারের জন্মশতবার্ষিকী।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব।
জানা গিয়েছে, অনুষ্ঠানের শুরুতে পানু দত্ত মজুমদারের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রী গৌতম দেব সহ উপস্থিত অন্যান্য বিশিষ্টজনেরা।
প্রত্যেক বছর এই অনুষ্ঠানের শুরুতেই শহরের বিশিষ্ট খেলোয়াড় ও ক্রীড়া প্রেমীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হলেও এবারে লকডাউনের নিয়ম বিধি থাকার কারণে তা সম্ভব হয়নি।তবে এদিন উদ্যোক্তাদের পক্ষ থেকে দরিদ্র নারায়ন সেবার আয়োজন করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৬ জুলাই তার প্রয়াণ দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হবে।পাশাপাশি শহরের বিভিন্ন প্রান্তে বর্ষব্যাপী নানা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।