শিলিগুড়ি, ৩ মার্চঃ প্রয়াত ক্রীড়া সংগঠক পানু দত্ত মজুমদারের জন্ম শতবার্ষিকী অনুষ্ঠান শুরু হয় ৪ জুলাই ২০২০।বছরব্যাপী চলছে এই জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠান।
বুধবার একটি সাংবাদিক বৈঠক করে পানু দত্ত মজুমদার জন্ম শতবর্ষ উদযাপন কমিটি।কমিটির সভাপতি নান্টু পাল জানান, ৩ মার্চ থেকে আবারও বিভিন্ন প্রতিযোগিতা আয়োজিত করতে চলেছেন তারা।আন্তঃ কোচিং ক্রিকেট ক্যাম্প প্রতিযোগিতা, ভেটারেন ক্রিকেটারদের প্রদর্শনী ক্রিকেট খেলা, দাবা প্রতিযোগিতা, ফুটবল প্রতিযোগিতা, সহ আরও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এছাড়াও সমস্ত খেলোয়াড়দের নিয়ে র্যালি, স্পোর্টস, সেমিনার, আন্তঃ বিদ্যালয় স্পোর্টস ক্যুইজ আয়োজিত করা হবে।এছাড়াও বর্ষশেষে ৫০ জন ক্রীড়াবিদকে সংবর্ধনা ও বর্ষসেরা ক্রীড়াবিদদের পুরস্কারও দেওয়া হবে।