ফুলবাড়ি, ৫ মার্চঃ ফুলবাড়ি ১ নম্বর গ্রামপঞ্চায়েত অফিসে সারপ্রাইজ ভিজিট করলেন বিডিও।সময় মতো প্রধান সহ কর্মচারীরা অনুপস্থিত থাকায় বিরক্তি প্রকাশ করেন তিনি।
নাগরিকরা যাতে ঠিকঠাক সরকারি পরিষেবা পায় সেই উদ্দেশ্যে আজ ফুলবাড়ি ১ গ্রাম পঞ্চায়েত অফিসে সারপ্রাইজ ভিজিট করেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন।এদিন সকাল ১১:৩০ মিনিট নাগাদ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে এসে দেখেন অফিসে কেউ নেই। কিন্তু কয়েকজন নাগরিক ইতিমধ্যে পরিষেবা নিতে চলে এসেছেন। একটু বাদেই কার্যালয়ে আসেন দু-একজন কর্মচারি।এদিকে প্রায় ১২টা বেজে গেলেও অধিকাংশ আধিকারিক বা কর্মচারী অনুপস্থিত।এরপরই বিরক্তি প্রকাশ করেন তিনি। সঠিক সময়ে না আসা বেশ কয়েকজন কর্মচারীকে ধমকও দেন বিডিও।
অন্যদিকে জীবনে প্রথম চাকরির জন্য রেসিডেন্ট সার্টিফিকেট নিতে আসা নিশা রজক বলেন, সকাল ১১ টায় সময় সার্টিফিকেট নেওয়ার জন্য এসেছি।সাড়ে এগারোটা বেজে গেলেও কেউ আসেনি কার্যালয়ে। সার্টিফিকেট না পেলে চাকরিটা পাওয়া হবে কিনা সেই চিন্তায় রয়েছি।
সময়মত কার্যালয়ে কর্মচারীরা আসেন না।এমনই অভিযোগ করেন পরিষেবা নিতে আসা বেশকেয়কজন নাগরিক।
এই বিষয়ে বিডিও প্রশান্ত বর্মন বলেন, নাগরিকরা সঠিক সময়ে সঠিক পরিষেবা পাচ্ছেন কি না তা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক হিসেবে আমার দেখা খুব জরুরি। ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত নিয়ে আমার কাছে বহুবার অভিযোগ এসেছে।আজ এই গ্রাম পঞ্চায়েত অফিসে ১১:৩০ মিনিটে পরিদর্শনে এসছি। এসে শুনলাম কিছু কর্মচারি অডিটের জন্য কলকাতায় গেছেন।এখানে যারা দায়িত্বে রয়েছেন সঠিক সময়ে অফিসে আসেনি।তারা নানা রকম অজুহাত দিচ্ছেন।অজুহাত দিলে হবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।এছাড়া নাগরিকদের থেকে কিছু অভিযোগ পেলাম।তারা লিখতভাবে জানালে কর্মচারিদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।