রেগুলেটেড মার্কেটে ঝামেলাঃ পাপিয়া ঘোষকে নিয়ে বিস্ফোরক মন্তব্য তৃণমূল কাউন্সিলরের

শিলিগুড়ি, ১০ সেপ্টেম্বরঃ শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ৷সেই সংঘর্ষ নিয়ে বিস্ফোরক মন্তব্য শিলিগুড়ির তৃণমূল কাউন্সিলর দিলীপ বর্মণের৷ জেলা তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেন তিনি৷ এমনকি পাপিয়া ঘোষের মদতে এক গোষ্ঠী ঝামেলা করেছে বলে অভিযোগ তুললেন৷ তার এই মন্তব্যের জন্য সভানেত্রী কোনও পদক্ষেপ নিলে কাউন্সিলর পদ ত্যাগ করে দেবেন বলেও জানান তিনি৷


শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটে শ্যাম যাদব ও উমাশঙ্কর গোষ্ঠীর মধ্যে বিবাদ বহুদিনের৷মাঝেমধ্যেই দুই পক্ষের শ্রমিকদের মধ্যে হাতাহাতি হয়৷শুক্রবার সকালেও দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক হাতাহাতি হয়৷ এরপর রাতে প্রধাননগর থানায় যান ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ বর্মন৷রাতে থানায় গিয়ে পুলিশ কর্মীদের সঙ্গে বিবাদেও জড়াতে দেখা যায় কাউন্সিলরকে৷

এরপর থানা থেকে বেরিয়ে কাউন্সিলর বলেন, এর আগে জেলা সভানেত্রী তার বাড়িতে শ্যাম যাদবকে নিয়ে আলোচনা করেন৷ সভানেত্রীর মদতেই এই ঝামেলা হচ্ছে৷ এরজন্য কাউন্সিলর পদ না থাকলেও সমস্যা নেই৷মানুষ আমার সঙ্গে আছে৷


অন্যদিকে সভানেত্রী পাপিয়া ঘোষ জানান, এর আগেও ঝামেলা হয়েছিল৷ আমার কাছে এসেছিল৷ সভানেত্রীর কাছে আসতেই পারে৷ উনি সবসময় দলের উর্ধ্বে কথা বলেন৷ এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের উর্ধ্বেও তিনি কথা বলেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *